Khoborerchokh logo

ভেজাল খাদ্য দ্রব্যমূল্য নিয়ন্রণে রংপুর বিভাগে ভোক্তা অধিকারের বিশেষ অভিযান অব্যাহত । 127 0

Khoborerchokh logo

ভেজাল খাদ্য দ্রব্যমূল্য নিয়ন্রণে রংপুর বিভাগে ভোক্তা অধিকারের বিশেষ অভিযান অব্যাহত ।


রংপুর ব্যুরো,শহর প্রতিনিধি
গত ২৮শে এপ্রিল   জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক  মহোদয়ের সার্বিক  নির্দেশনা  এবং পরিচালক (প্রশাসন), মহোদয়ের তত্বাবাধনে  রংপুর বিভাগীয় কার্যলয়ে  উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দীন ও রংপুর জেলা ক্যাব সহ-সভাপতি মোঃ জসিম উদ্দীন জেলা কার্যকারি সদস্য আমিরূল ইসলাম রাজু এর নেতৃত্বে রংপুর মেট্রোপলিটন পূর্ব খাসবাগ এলাকায় আলম মিলে নকল মসলা ও ডাল অস্বাস্হ্যকর উপায়ে খাদ্য পণ্য- প্রক্তিয়া করণের জন্য এিশ হাজার টাকা জরিমানা  আদায় করা  হয় ও মসলা গুলো নষ্ট করা হয়। 
পরে রংপুর পীরগাছা উপজেলায় বিভিন্ন দোকানে যথাযথ ভাবে মৃল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার  আইন,২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উপস্হিত সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়- বিক্রয় করার জন্য অনুরোধ করেন ও ভেজাল খাদ্য সামগ্রী বিক্রয় না করার জন্য নির্দেশ দেওয়া হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com